Maa Aamar Kalore

মা আমার কালো রে
ওই কালো আলো রে
মা আমার কালো রে
ওই কালো আলো রে
কালো রুপ-মাধুরীতে বুঝি রে
আলোকিত হলো ত্রিভুবন রে
আলোকিত হলো ত্রিভুবন রে

মা আমার কালো রে
ওই কালো আলো রে
কালো রুপ-মাধুরীতে বুঝি রে
আলোকিত হলো ত্রিভুবন রে
আলোকিত হলো ত্রিভুবন রে

কালী মা আমার কালো যে নয় গো
ওই রুপে আছে রবির জ্যোতি
চন্দ্র-তারারা মিলে দূরে ওই গগনে
নিত্য যে করে তারই আরতি

কালী মা আমার কালো যে নয় গো
ওই রুপে আছে রবির জ্যোতি
চন্দ্র-তারারা মিলে দূরে ওই গগনে
নিত্য যে করে তারই আরতি

কালো রুপেরই আরাধনাতে
ডুবে আছি আমি প্রতিক্ষণ রে
ডুবে আছি আমি প্রতিক্ষণ রে

মা আমার কালো রে
ওই কালো আলো রে
কালো রুপ-মাধুরীতে বুঝি রে
আলোকিত হলো ত্রিভুবন রে
আলোকিত হলো ত্রিভুবন রে

এ ধরাতে মা আনে গো আনন্দ
দু'টি চোখে ভরা তার করুণা
ও রুপ হেরিতে অধীর হিয়া যে
তারই লাগি তাই এই সাধনা

এ ধরাতে মা আনে গো আনন্দ
দু'টি চোখে ভরা তার করুণা
ও রুপ হেরিতে অধীর হিয়া যে
তারই লাগি তাই এই সাধনা

মায়েরই পূজাতে দেবো যে অর্ঘ
আজ আমি এই জীবন রে
আজ আমি এই জীবন রে

মা আমার কালো রে
ওই কালো আলো রে
মা আমার কালো রে
ওই কালো আলো রে
কালো রুপ-মাধুরীতে বুঝি রে
আলোকিত হলো ত্রিভুবন রে
আলোকিত হল ত্রিভুবন রে
আলোকিত হলো ত্রিভুবন রে
আলোকিত হলো ত্রিভুবন রে



Credits
Writer(s): Santosh Shrivastav, Anand Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link