Chol Shokhi

দোয়েল দোলে পাতার ফাঁকে
শিউলি গাছে কোকিল ডাকে
দোয়েল দোলে পাতার ফাঁকে
শিউলি গাছে কোকিল ডাকে

তবু কেনে রাগ দেখালি
দিব আমি গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
তবু কেনে রাগ দেখালি
দিব আমি গলায় ফাঁসি
চল সখি মন মানাতে
টই টই করে ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি

দোয়েল দোলে পাতার ফাঁকে
শিউলি গাছে কোকিল ডাকে

আকাশ জাগে, বাতাস জাগে
নাচে ডালে চড়াই গো, নাচে ডালে চড়াই
আকাশ জাগে বাতাস জাগে
নাচে ডালে চড়াই গো, নাচে ডালে চড়াই
অমন চোখে চাঁদও জ্বলে
এমনি করি বড়াই গো, এমনি করি বড়াই গো

তবু তোর রাগ গেলনা
দিব আমি গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
তবু তোর রাগ গেলনা
দিব আমি গলায় ফাঁসি
চল সখি মন মানাতে
টই টই করে ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
দোয়েল দোলে পাতার ফাঁকে
শিউলি গাছে কোকিল ডাকে

পুঁতির মালা দিলাম পুজোয়
বাটিক print শাড়ি দিলাম, বাটিক print শাড়ি গো
পুঁতির মালা দিলাম পুজোয়
বাটিক print শাড়ি দিলাম, বাটিক print শাড়ি
খোঁপায় দিলাম রুপার কিলিপ
গলায় পাঁচ লহরি গো, গলায় পাঁচ লহরি গো

তবু তোর রাগ গেলনা
দিব আমি গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
গলায় ফাঁসি, গলায় ফাঁসি
তবু তোর রাগ গেলনা
দিব আমি গলায় ফাঁসি
চল সখি মন মানাতে
টই টই করে ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি

চল সখি দুই জনাতে
টই টই করে ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
চল সখি দুই জনাতে
টই টই করে ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি
ঘুরে আসি, ঘুরে আসি



Credits
Writer(s): Bhoomi
Lyrics powered by www.musixmatch.com

Link