Tomar Geeti Jagalo Smriti

তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া
বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া
তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া

সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে
সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে
না দেখা কোন পরশঘায়ে পড়িছে টলটলিয়া

তোমার গীতি জাগালো স্মৃতি...

তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদলপবনে
তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে আজি বাদলপবনে

সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা
সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা
যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে, চরণ গেল চলিয়া

তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া
বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া
তোমার গীতি জাগালো স্মৃতি...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link