Amar Jirna Patar

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা

তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে
তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে
নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে
নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে

জীর্ণ পাতা
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা

ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে
ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে

দিনের শেষে নিবল যখন পথের আলো
সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল
দিনের শেষে নিবল যখন পথের আলো
সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল
তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে
শূন্যে আমার উঠল তারা সারে সারে

জীর্ণ পাতা
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
জীর্ণ পাতা
আমার জীর্ণ পাতা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link