Neel

নীল হল নীল রং, নীল মানে তুমি
নীল আকাশ বলতে মানে আগামী
নীল জিন-পরী আসে নীলাম্বরীতে
নীল denim-এর মতো নীল দেখি নীল, নীল, নীল

সারাদিন ধরে নীল
Drawing-room-ও নীল
চারপাশ শুধু নীল

নির্জন নীল হলো, দত্তরা নীল
Rockstar journal-এর রং হলো নীল
নির্জন নীল হলো, দত্তরা নীল
Rockstar journal-এর রং হলো নীল
ফেসবুক হতে চায় নীলাভ আদিম
নীল denim-এর মতো নীল সারাদিন নীল, নীল

ব্যর্থতার রং নীল
জিতে যাওয়াও নীল
আবার ইন্দ্রনীল

নীল শেয়ালের ডাকে ছুটল যে ঘুম
নীল ছায়াছবিতেই স্বপ্ন যে খুন
কেউ যদি কোনোদিন নীল হতে চায়
নীল denim-এর গান যেন সে গায়, নীল, নীল

Bedroom হলো নীল
Radio-তে নীল
আমার শহর নীল

নীল ভেবে তোমাকে ছুঁলাম যখন
বিষকালো শরীরে হঠাৎই তখন
নীল ভেবে তোমাকে ছুঁলাম যখন
বিষকালো শরীরে হঠাৎই তখন
মৃত্যুর নাগপাশে নীলাঞ্জনায়
অকারণ ছটফট নীল আমরণ নীল, নীল

Graffiti-র রং নীল
আমার আস্পর্ধা নীল
বুক চিতিয়ে নীল

নীল ত্রিফলা আলো পড়ছে চোখে
শহরের রাস্তায় নীলের রাতে
নীল ত্রিফলা আলো পড়ছে চোখে
শহরের রাস্তায় নীলের রাতে
টলছে যে পা, মাথা ঘুরছে বোধহয়
নীল denim-এ ঢাকা আমার সময় নীল, নীল

জলের রং নীল, cinema-র রং নীল
বইয়ের মলাটও নীল, হো নীল, নীল
সারাদিন ধরে নীল
আমার drawing-room নীল
আমার চারপাশ নীল
নীল, নীল, নীল, নীল, নীল, নীল

ব্যর্থতার রং নীল
জিতে যাওয়াও নীল
আবার ইন্দ্রনীল
Bedroom হলো নীল
Radio-তে নীল
আমার শহর নীল
চারিদিকে শুধু, শুধু, শুধু, শুধু নীল
Graffiti-র রং নীল
আস্পর্ধাও নীল

বুক চিতিয়ে
নীল, নীল, নীল, নীল
নীল, নীল, নীল, নীল
নীল, নীল, নীল, নীল
নীল, নীল, নীল, নীল, নীল



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link