Jibon Rey

ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে
ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে

জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে

জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে

কচু পাতায় পানি যেমন রে
কচু পাতায় পানি যেমন রে
ও জীবন টলমল টলমল করে
সেই মত মানুষের দেহ কখন ঝরিয়া পড়ে

জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে

ভাই বলো, ভাতিজা বলো রে
জীবন রে...
ভাই বলো, ভাতিজা বলো রে
ও জীবন সম্পত্তির লাগি
আগে করবে ভাগ-বাটেরা
পিছে করবে গতি

জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে

মায়ের কান্দন আউলা-থাউলা রে
ও জীবন রে...
মায়ের কান্দন আউলা-থাউলা রে
ও জীবন বইনের কাইন্দন সাধ
ভাইয়ের রজনী কান্দে দেশের আচার

জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে

তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে



Credits
Writer(s): Folkira
Lyrics powered by www.musixmatch.com

Link