Nirbodh

নিঝুম রাতে ছাদের কোনে
বসে থাকি আমি
মনের মাঝে ঘুরতে থাকে
সুখের সব স্মৃতি
আকাশ ভেঙ্গে পড়ছে ছাদে
মিষ্টি চাঁদের আলো
জোছনাটা দেখতে যে
সবই লাগে ভাল

হে নির্বোধ তুমি যে এখনও একটি শিশু
ছেঁড়া কাঁথায় ক্ষুধার্ত শরীরে ভাল লাগে না কিছু
ভরা পেটে নরম বিছানায় স্বপ্ন দেখ তুমি
পূর্নিমার চাঁদটা আমার কাছে ঝলসানো এক রুটি

বুকের মাঝে লুকিয়ে আছে
আমার ভালবাসা
ছড়িয়ে দিব আকাশটাতে
নতুন এক আশায়
কোন একদিন আমার সামনে
এসে দাঁড়াবে সে
বলবে সে ভালবাসি
মুচকি হেসে

তোমার এই কথা শুনে আমার যে হাসি পায়
কি দেখেছ তুমি নির্বোধ এই ভালবাসায়
ভালবাসা যে আসলে প্লাস্টিকের ফুল
বর্ণ আছে গন্ধ নেই, করো না এ ভুল

আমার আছে সুরের জগৎ
হারাই আমি সেথায়
নতুন গান নতুন সুর
আমার গানের খাতায়
সুর দিয়েই আমার জগৎ
আমি ভরিয়ে রাখি
দুঃখ আর অস্থিরতা
দূর করে ফেলি

সুরের জগৎ নিয়ে অহংকার নির্বোধ তুমি
এ জগতেও আছে ভন্ডামি আছে রাজনীতি
মনের মাঝে অনেক কথা আমি বলতে পারিনি
নেতাদের এই নোংরামিতে হারিয়ে গেছি আমি

তোমার এই হতাশা
ভুলে গিয়ে অন্যভাবে
চল দেখি এই পৃথিবীটাকে
তোমায় দেখে মনের মাঝে
আজ আমার প্রশ্ন জাগে
তবে কি সবই ভুল?

নির্বোধ...



Credits
Writer(s): Saidus Sumon
Lyrics powered by www.musixmatch.com

Link