Jodi

যদি ইচ্ছে করে, শুনতে পারো আমার এ গান
সারাটি রাত একাকী বসে
যদি ইচ্ছে করে, আঁকতে পারো আমার ছবি
তোমার মনের ক্যানভাসে

মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরোনো সেই দিনগুলো আসুক নতুন হয়ে

নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো

যদি ইচ্ছে করে, মুছতে পারো চোখের জল
সবকিছু ভুলে গিয়ে
যদি ইচ্ছে করে, ভাবতে পারো আছি আমি
তোমার কোমল হাতটি ধরে

মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে
পুরোনো সেই দিনগুলো আসুক নতুন হয়ে

নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো

নিয়ে যাবো আমি তোমায় নীল আকাশে
স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে
নিয়ে যাবো আমি তোমায় সুরের ভুবনে
ইচ্ছেগুলো আসবে নতুন গান হয়ে
যদি তুমি বলো



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link