E Gan Amar

এ গান আমার ক্যানভাসে আঁকা ছবি
এ গিটার আমার হাতের রংতুলি
এ সুর আমার ছবির তেলরং
এ কনসার্ট আমার painting exhibition

এ lead আমার ছবি
তোমার হাসির
আমার এ গানে

এ lyric আমার তিন শ' পৃষ্ঠার উপন্যাস
এ recorder আমার বইয়ের কাগজ
এ note-গুলো আমার শব্দের ভান্ডার
এ তাল আমার লেখা নতুন বইয়ের মলাট

এ lead আমার উপন্যাসের
তোমার চোখে
আমার এ গানে

এ গান আমার কাঁচা হাতে আঁকা প্রথম expressionism
এ গান আমার ভুল ব্যাকরণে লেখা সনেট প্রথম
এ গান আমার ক্যানভাসে আঁকা কবিতা
এ গান আমার তেলরঙে লেখা উপন্যাস

(এ গান আমার) ক্যানভাসে আঁকা কোনো তোমার ছবি
(এই গান আমার) যেথায় ফুটে আছে তোমার মিষ্টি হাসি
(এই গান আমার) অনেক রাত জেগে জেগে লেখা উপন্যাস
(এই গান আমার) যেথায় খুঁজে পাই আমি তোমায় বারবার

(এই গান আমার) ক্যানভাসে আঁকা কোনো তোমার ছবি
(এ গান আমার) যেথায় ফুটে আছে তোমার মিষ্টি হাসি
(এই গান আমার) অনেক রাত জেগে জেগে লেখা উপন্যাস
(এ গান আমার) যেথায় খুঁজে পাই আমি তোমায় বারবার



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link