Choley Geley

যেমন তুমি রেখেছো আমায়
তেমন করেই থাকব আমি
আজকে নতুন সবার মাঝেই
তোমার কথায় সবচেয়ে দামি
খোঁজার শেষে ক্লান্ত আমি
রাত্রি শেষে বাড়ি ফেরা
খালি হাতেই কান্না চাপি
স্মৃতির স্পর্শ আক্ড়ে ধরা
তুমি চলে গেলে
কভু ফিরে এলে না
তুমি চলে গেলে
কভু ফিরে এলে না

তবু তুমি সেই আজকের সাথি(সান্তনা দিয়ে তুমি)
হতাশার এই দিবা রাত্রি(no no no no)
অন্ধকারেই হাতরে বেরাই
আমার মন অবুঝ অতি
জানি আছো তুমি পাশে
মনের ভেতর আসা যাওয়া
জিতে নেব আজ কহিনুর
পাই যদি তোমার ছোঁওয়া
তুমি চলে গেলে
কভু ফিরেই এলে না
তুমি চলে গেলে
কভু ফিরেই এলে না
তুমি চলে গেলেই
তুমি চলে গেলেই
না না না না না না না না...
তুমি ফিরেই এলে না(ফিরেই এলে না)
কভু ফিরেই এলে না



Credits
Writer(s): Abhishek Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link