Prithibi Amare Chay

পৃথিবী আমারে চায়,
রেখো না বেঁধে আমায়,
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।

প্রণয় তোমার মিছে নয় মিছে নয়,
ভালবাসি তাই মনে জাগে এত ভয়।
চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে,
মধুরাতি হবে ভোর।
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।

সবার মনের দিপালী জ্বালাতে
যে দীপ আপনি জ্বলে,
কেন আর তারে ঢেকে রাখ বলো
তোমার আঁচল তলে।

শোন না কি ওই আজ দিকে দিকে হায়,
কত বঁধু কাঁদে, কাঁদে কত অসহায়,
পথ ছেড়ে দাও, নয় সাথে চলো,
মুছে নাও আঁখিরোল,
খুলে দাও প্রিয়া,
খুলে দাও বাহুডোর।।



Credits
Writer(s): Kamal Dasgupta, Mohini Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link