Dikshunyapur

এর পরের গল্পটা সাত্যকি'র
কাঁধে একটা গিটার নিয়ে আসত কলেজে
বন্ধুদের সাথে এই canteen-এ এক জোট হয়ে
চলতো গান বাজনা ঘণ্টার পর ঘণ্টা
সাত্যকি'র গানে একটা অদ্ভুত উন্মাদনা ছিল
আর ছিল অনেক সম্ভাবনা

কিন্তু কেন জানি না সাত্যকি হঠাৎ হেরে গেলো
হয়তো পরিস্থিতির কাছে
হয়তো নিজের কাছে
গানটা আর তার গাওয়া হলো না
একটা দিকশূন্য গন্তব্যের হাতছানিতে সে
নিরুদেশ হয়ে গেল
তবে তার না হয়ে ওঠা গান টা
এখনও ঐ নির্বান্ধব canteen-এর বাতাবরণে
যেন ওতপ্রোতভাবে মিশে আছে

মগজে load shedding, সুর শব্দহীন
আর আমিও কিংকর্তব্যবিমূঢ়
বাজলো phone, নাকি বিস্ফোরণ
বুকে আন্দোলন ভাঙচুর

মগজে load shedding, সুর শব্দহীন
আর আমিও কিংকর্তব্যবিমূঢ়
বাজলো phone, নাকি বিস্ফোরণ
বুকে আন্দোলন ভাঙচুর

নিয়ে গিটারে সাত সুর
হেঁটে এসছি বহুদূর
এক দিকশূন্যপুর
এক দিকশূন্যপুর

বানভাসি canvas-এ
রামধনু সংসার
রং গুলো আজ যম ধুলো
এ বিশ্রী কদাকার

বিবর্ণ গ্রীষ্ম-দুপুর
নিয়ে গিটারে সাত সুর
হেঁটে এসছি বহুদূর
এক দিকশূন্যপুর
এক দিকশূন্যপুর

Footpath-এ আছে ফুটে
হলদে তামাক ফুল
স্বপ্নেরা আনমনে দুঃস্বপ্নতেই মশগুল

চোখে বৃষ্টি টাপুর টুপুর
নিয়ে গিটারে সাত সুর
হেঁটে এসছি বহুদূর
এক দিকশূন্যপুর
এক দিকশূন্যপুর

মগজে load shedding, সুর শব্দহীন
আর আমিও কিংকর্তব্যবিমূঢ়
বাজলো phone, নাকি বিস্ফোরণ
বুকে আন্দোলন ভাঙচুর

মগজে load shedding, সুর শব্দহীন
আর আমিও কিংকর্তব্যবিমূঢ়
বাজলো phone, নাকি বিস্ফোরণ
বুকে আন্দোলন ভাঙচুর

নিয়ে গিটারে সাত সুর
হেঁটে এসছি বহুদূর
এক দিকশূন্যপুর
এক দিকশূন্যপুর
এক দিকশূন্যপুর



Credits
Writer(s): Arnab Chaudhury
Lyrics powered by www.musixmatch.com

Link