Chaoya Paoya

আমরা চেয়েছি, কিন্তু পাইনি অনেক কিছুই
আমরা যা যা পেয়েছি, চাইনি তার অনেকটাই
আমরা ফল খেতে চেয়েছি
কিন্তু পেঁপে, পেয়ারা বা শাঁকালু অথবা মাঝেমধ্যে আম
এর বেশি কিছু পাই নি
আপেল, আঙুর, কিসমিস, আখরোট, মনাক্কা
এসব আমরা কখনও ছুয়েই দেখি নি
বেদানা বা নাশপাতিও না
আমরা ভাতে ভাত, নুন ভাত, ডাল ভাত
এইসবে সরিদ রেখেছি
কোরমা, বিরিয়ানি, পোলাও
এইসব ভাবতেই পারি নি
তবুও আমরা চালিয়ে গেছি বেশ
আমরা ট্রামে, বাসে, ট্রেনে, রাস্তায় এতো ভিড় চাইনি
কিন্তু পেয়েছি
আমরা মাঠে-ময়দানে, আইন-সভায়, পত্র-পত্রিকায়
এতো বক্তৃতা চাই নি
কিন্তু পেয়েছি
আমরা চালে কাঁকড়, তেলে শিয়ালকাঁটা, আটায় ভুষি
এসব কিচ্ছু চাইনি
কিন্তু পেয়েছি
আমরা পাড়ায় পাড়ায় মাস্তান
বিধানসভায়, লোকসভায় মাফিয়া
বিচারালয়য়ে দালাল
মন্দিরে মন্দিরে পাণ্ডা
পুজোয় রাতভর বেললে মাইক
গলিতে গলিতে সাটাকঠেক
মোড়ে মোড়ে মদের দোকান
এলাকায় এলাকায় পার্টি অফিস
এসব কিচ্ছু চাইনি
কিন্তু পেয়েছি
আমরা চাইনি
তবু এক বাড়ির ছাদে পাঁচটা এন্টেনা
আমরা চাইনি
তবু বড়োভাই, ছোটভাই, মেঝভাই
সবাইর আলাদা হাড়ি
আমরা চাইনি
তবু অলিতে গলিতে ইংলিশ মিনিয়াম
আমরা চাইনি
তবু গঙ্গা আজ পৃথিবীর দুষিততমা নদী
আমরা চাইনি
তবু টাকা থাকলে পৃথিবীটা কিনে ফেলা যাচ্ছে অতি সহজে

যা যা আমরা চেয়েছি তা তো অতি সামান্য
খুব সাধারন চাওয়া
আমাদের মাস্টারমশাইরা
আমাদের ছেলেমেয়েদের সত্যিকারের মানুষ করে তুলুন
আমাদের শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা
আমাদের রোজকার জিবনের শান্তির হদিস দিন
আমাদের ডাক্তারবাবুরা
রোগীদের যত্ন করে সারিয়ে তুলুন
আমাদের বিচারক মহাশয়রা
পাপী তাপীদের যথাযথ শাস্তি বিধান করুন
আমাদের উনুনের আঁচ আর ঝুড়ির তরকারি
আর ভাত মাছের থালা, অক্ষত থাকুক
আমাদের মা বাবারা বুড়ো বয়সে
একটু শান্তি, একটু ভালোবাসা পান
আমাদের শিশুরা সপ্ন দেখুক
সপ্নকে সত্যি করে তোলার সপ্ন দেখুক
এইতো, এইটুকুই তো চাওয়া
কিন্তু



Credits
Writer(s): Indira Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link