Matal Korey Dey Maa Aamay (From "Mahatirtha Dakshineswar")

মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে
মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে
তোর নামেতে পাগল করে
তোর নামেতে পাগল করে আগল ভেঙে দে
মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে

কে বা আমি, কী এই ভুবন, কোনো জানাই নেই প্রয়োজন
কে বা আমি, কী এই ভুবন, কোনো জানাই নেই প্রয়োজন
কৃপা করে তুই শুধু, মা
কৃপা করে তুই শুধু, মা, বারেক দেখা দে
তোর নামেতে পাগল করে
তোর নামেতে পাগল করে আগল ভেঙে দে

মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে

দে ভুলিয়ে সকল কিছু, দে ভুলিয়ে সকল কিছু
দে ভুলিয়ে সকল কিছু, মিছে ধাওয়া মায়ার পিছু
শুধু রাঙা চরণতলে, মা
তোর রাঙা চরণতলে অভয় শরণ দে
তোর নামেতে পাগল করে
তোর নামেতে পাগল করে
তোর নামেতে পাগল করে আগল ভেঙে দে

মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে
মাতাল করে দে মা আমায়, বিভোর করে দে



Credits
Writer(s): Santosh Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link