Nacho Kali

নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, ও নাচো গো
নাচো গো, ও নাচো গো

নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
আনন্দে ভরিবে ঐ দশদিকে, নাচো গো
নাচো গো, ও নাচো গো

নাচো গো, নাচো কালি, নাচো গো
ও নাচো গো

এলো-এলো-এলোকেশ, মেঘমালা
তুলিবে যে ঐ হাসিয়া-নাচিয়া, মাগো
কহিবে মাভৈ, মাভৈ

হাসিবে দেবতাগণ, কাঁপিবে কাঁপিবে অসুরগণ
হাসিবে দেবতাগণ, কাঁপিবে অসুরগণ
নাচো কালি তুমি, নাচো কালি তুমি এই ভূ-লোকে
নাচো কালি তুমি এই ভূ-লোকে, নাচো গো

নাচো গো, ও নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো

রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা
রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা

দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, কালি, কালি
দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, করো কালি
দেবো গো মা বলে ডেকে
দেবো গো মা বলে ডেকে

নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো



Credits
Writer(s): Saifullah Zaman, Paban Das Baul, Bhaba Pagla
Lyrics powered by www.musixmatch.com

Link