Champabati Meye Ogo (Original)

চম্পাবতী মেয়ে ওগো, তোমায় ভালোবেসে
সাত সাগরের পাড়ে এলেম রূপকথারই দেশে
ও চম্পাবতী

চম্পাবতী মেয়ে ওগো, তোমায় ভালোবেসে
সাত সাগরের পাড়ে এলেম রূপকথারই দেশে
ও চম্পাবতী

একটি শিমুল নিয়ে যেথা বাতাস করে খেলা
একটি শিমুল নিয়ে যেথা বাতাস করে খেলা
তেপান্তরের কোলে যেথা যায় আকাশের বেলা

চম্পাবতী, চম্পাবতী, চম্পাবতী মেয়ে
সেথায় আমি বসে ছিলেম তোমার পথ চেয়ে
ও চম্পাবতী

চম্পাবতী মেয়ে ওগো, তোমায় ভালোবেসে
সাত সাগরের পাড়ে এলেম রূপকথারই দেশে
ও চম্পাবতী

ভেবেছিলেম, সেই খানেতেই ছোট্ট মাটির ঘরে
থাকবে জীবন তোমার আমার অথৈ সুখে ভরে
ভেবেছিলেম সেই খানেতেই ছোট্ট মাটির ঘরে
থাকবে জীবন তোমার আমার অথৈ সুখে ভরে
স্বপ্নে দেখা দিয়ে তুমি হারিয়ে আবার গেলে
স্বপ্নে দেখা দিয়ে তুমি হারিয়ে আবার গেলে
আকাশ আমায় পথ দেখালো তারার প্রদীপ জ্বেলে

চম্পাবতী, চম্পাবতী, চম্পাবতী মেয়ে
জানো নাকি, আছো আমার সকল হৃদয় ছেয়ে
ও চম্পাবতী

চম্পাবতী মেয়ে ওগো, তোমায় ভালোবেসে
সাত সাগরের পাড়ে এলেম রূপকথারই দেশে
ও চম্পাবতী



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link