Chokh Aar Mon Aaha! (Original)

চোখ আর মন আহা
যেন দু'টি আয়না
চোখে যার ছায়া পড়ে
সে তো শুধু ছবি
আর মনে যার ছায়া পড়ে
সে তো মোছা যায় না
চোখ আর মন আহা
চোখ আর মন আহা
যেন দু'টি আয়না

বাহিরের পৃথিবীর নানা রঙ দৃশ্য
চোখের পাতায় আহা
যা কিছু আঁকে সে তো বাহিরের বিশ্ব
বাহিরের পৃথিবীর নানা রঙ দৃশ্য
চোখের পাতায় আহা
যা কিছু আঁকে সে তো বাহিরের বিশ্ব
ভিতরের মনটাকে সে তো খুঁজে পায় না

চোখ আর মন আহা
যেন দু'টি আয়না

চোখ আর মন আহা
জানি দু'টি আয়না
চোখটাকে ফাঁকি দেওয়া যায়
শুধু মনটাকে ফাঁকি দেওয়া যায় না

চোখ আর মন আহা
জানি দু'টি আয়না
চোখটাকে ফাঁকি দেওয়া যায়
শুধু মনটাকে ফাঁকি দেওয়া যায় না

তোমাকে দু'চোখে দেখে যত ভাবি ভাববো
তোমার রূপের ছটা চোখের কাছে শুধু রূপময় কাব্য
ভাঙ্গা মন তার ছোঁয়া যেন পেতে চায় না

চোখ আর মন আহা
যেন দু'টি আয়না
চোখে যার ছায়া পড়ে
সে তো শুধু ছবি
আর মনে যার ছায়া পড়ে
সে তো মোছা যায় না
চোখ আর মন আহা
চোখ আর মন আহা
যেন দু'টি আয়না



Credits
Writer(s): Abhijit Banerjee, Miltu Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link