Shudhu Ekdin Bhalobasa (Original)

শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই, আমি তাই চাই
তাও যদি পাই...
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর

যদি ও চোখে রশ্মি জ্বালো
শুধু একবার, শুধু একবার
যদি ও চোখে রশ্মি জ্বালো
শুধু একবার, আমি তাতেই পোড়াতে রাজি
যা কিছু আমার
আমি চাই না দেখতে ওই
প্রাণহীন চোখের পাথর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর

ভাগ্যের দরবারে দু'হাত পেতে
আমি চাই না পূণ্যফলে স্বর্গে যেতে
ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাতখানি রাখো এ হাতে

যদি উপহার দিয়ে ফেলো
একটাও ফুল, একটাও ফুল
যদি উপহার দিয়ে ফেলো
একটাও ফুল, যদি একবারও করো
কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি
এই ঘর সুখের বাসর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর

শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই, আমি তাই চাই
তাও যদি পাই...
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর



Credits
Writer(s): Provas Dey, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link