Sabuj Ranger

এই হট হট হট এই ধর্মের ষাঁড়
সরে যা সরে যা, লাইনটা ছেড়ে রাখ
দশটা বাজতে শুধু কুড়ি
ছাড় তোর পায়ে পড়ি!
সিং-এ তোর দেই সুড়সুড়
এইভাবে চেঁচাতেন অফিসবাবুরা ট্রামে চড়ে

সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে
সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে

তখন স্কুলের শেষ ক্লাস
মনটা করত হাসফাস
তখন স্কুলের শেষ ক্লাস
মনটা করত হাসফাস
দুপুরের সস্তা ভাড়ায়
চড়তাম ট্রামেতে
বন্ধুর বোনকে সঙ্গিনী করে

সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে
সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে

ও বসত ladies সিটে
গাম্ভীর মুখে দূরে বসতাম
ক পয়সা আছে পকেটে
বারবার সে অঙ্ক কষতাম
ও বসত ladies সিটে
গাম্ভীর মুখে দূরে বসতাম
ক পয়সা আছে পকেটে
বারবার সে অঙ্ক কষতাম

বুকটা করত ধুকপুক
যদি দেখি কোনও চেনামুখ
ও... বুকটা করত ধুকপুক
যদি দেখি কোনও চেনামুখ
একালের মতোন সাহস
ছিল না সেকালের
আমাদের বয়সী কারও অন্তরে

সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে
সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে
সবুজ রঙের ট্রাম যেত নড়েচড়ে, যেত নড়েচড়ে



Credits
Writer(s): Suparnakanti Ghosh, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link