Ke Uthe Daki Momo

কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি
কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি

নিবিড় ছায়া গহন মায়া, পল্লবঘন নির্জন বন
নিবিড় ছায়া গহন মায়া, পল্লবঘন নির্জন বন
শান্ত পবনে কুঞ্জভবনে কে জাগে একাকী

কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি

যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা
ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা
ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা

স্তিমিত তারা চেতনহারা, পাণ্ডু গগন তন্দ্রামগন
স্তিমিত তারা চেতনহারা, পাণ্ডু গগন তন্দ্রামগন
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি

কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি
কে উঠে ডাকি মম বক্ষোনীড়ে থাকি



Credits
Writer(s): Surojeet Das, Rabindra Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link