Chharbona Bhai

ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই,
এমন শিকার ছাড়ব না।
হাতের কাছে অম্নি এল, অম্নি যাবে!
অম্নি যেতে দেবে কে রে।
রাজাটা খেপেছে রে, তার কথা আর মানব না।
আজ রাতে ধুম হবে ভারি,
নিয়ে আয় কারণ বারি,
জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব--
নেচে নেচে ঘুরে ঘুরে-- রাজাটা খেপেছে রে,
তার কথা আার মানব না।



Credits
Writer(s): Joy Bhattacharya, Avik Mukherjee, Arijit Chakraborty, Deep Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link