Kothae Se Ushamoyee

কোথায় সে উষাময়ী প্রতিমা।
তুমি তো নহ সে দেবী, কমলাসনা,
ক'রো না আমারে ছলনা।
কী এনেছ ধন মান, তাহা যে চাহে না প্রাণ।
দেবী গো, চাহি না চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না,
তাহা লয়ে সুখী যারা হয় হোক, হয় হোক--
আমি, দেবী, সে সুখ চাহি না।
যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না এসো না,
এসো না এ দীনজন-কুটিরে।
যে বীণা শুনেছি কানে, মন প্রাণ আছে ভোর,
আর কিছু চাহি না চাহি না।



Credits
Writer(s): Anirudha Ghoshal
Lyrics powered by www.musixmatch.com

Link