O Sathi

ও সাথী, একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
বেঁচে আছি কি, না মরে গেছি
সাথী, বেঁচে আছি কি, না মরে গেছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি

ও সাথী, ভুল বুঝে চলে গেছ
আমায় ফেলে একা
কতদিন গত হল
পাই না তোমার দেখা

ও সাথী, ভুল বুঝে চলে গেছ
আমায় ফেলে একা
কতদিন গত হল
পাই না তোমার দেখা

সে যে গেলে, আর এলে না
কী দোষ বলো করেছি
সে যে গেলে, আর এলে না
কী দোষ বলো করেছি

একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি

ও সাথী, কী যে ব্যথা বুকের ভেতর
বোঝাবো কী করে
এত শীঘ্রই বদলে গেছ
তুমি কী প্রকারে

ও সাথী, কী যে ব্যথা বুকের ভেতর
বোঝাবো কী করে
এত শীঘ্রই বদলে গেছ
তুমি কী প্রকারে

আমি তো যেমনই ছিলাম
তেমনই আছি
আমি তো যেমনই ছিলাম
তেমনই আছি

একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি

ও সাথী, মানুষের মন নিয়ে
ছিনিমিনি খেলো না
এই মন ভেঙে গেলে
জোড়া তো লাগে না

ও সাথী, মানুষের মন নিয়ে
ছিনিমিনি খেলো না
এই মন ভেঙে গেলে
জোড়া তো লাগে না

তোমার ছবি বুকের ভেতর
এঁকে রেখেছি
তোমার ছবি বুকের ভেতর
এঁকে রেখেছি

একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি

ও সাথী, নিঃসঙ্গ জীবন আমার
বন্দি প্রেমের জেলখানায়
তোমার কথা ভাবতে ভাবতে
সময় তো বয়ে যায়

ও সাথী, নিঃসঙ্গ জীবন আমার
বন্দি প্রেমের জেলখানায়
তোমার কথা ভাবতে ভাবতে
সময় তো বয়ে যায়

আমি আক্কাস দেওয়ান
তোমার পথ চেয়ে আছি
আমি আক্কাস দেওয়ান
তোমার পথ চেয়ে আছি

একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি

বেঁচে আছি কি, না মরে গেছি
সাথী, বেঁচে আছি কি, না মরে গেছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি
একবার এসে দেখে যাও
আমি কত সুখে আছি



Credits
Writer(s): A
Lyrics powered by www.musixmatch.com

Link