Ke Aabar Bajay Banshi

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?
হৃদি মোর উঠল কাঁপি...
হৃদি মোর উঠল কাঁপি চরণের সেই রণনে
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?

কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার
কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার
কে তুমি আনিলে জল...
কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে?

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?

আজি মোর শূন্য ডালা, কী দিয়ে গাঁথবো মালা?
আজি মোর শূন্য ডালা, কী দিয়ে গাঁথবো মালা?
কেন এই নিঠুর খেলা...
কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে?

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?

হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি
হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লও হে আসি
ঘরেতে পরবাসী...
ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে

কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?
হৃদি মোর উঠল কাঁপি...
হৃদি মোর উঠল কাঁপি চরণের সেই রণনে
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে?



Credits
Writer(s): Atulprasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link