Tumi Jey Surer Aagun

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
এ আগুন ছড়িয়ে গেল
এ আগুন ছড়িয়ে গেল সব খানে, সব খানে, সব খানে
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে

যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে
যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে
নাচে আগুন তালে তালে
আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে

আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে
আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে
নিশীথের বুকের মাঝে এই-যে অমল উঠল ফুটে রে
নিশীথের বুকের মাঝে এই-যে অমল উঠল ফুটে রে
উঠল ফুটে স্বর্ণকমল
আগুনের কী গুণ আছে কে জানে, কে জানে, কে জানে

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
এ আগুন ছড়িয়ে গেল
এ আগুন ছড়িয়ে গেল সব খানে, সব খানে, সব খানে
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link