Tumi

কোনো এক রাত্রি হয়ে আসো তুমি
অস্পষ্ট তিথির মতো
ভেজা কাঁচের ওপাশ থেকে
দেখি মেঘমাখা রুপালি চাঁদ

কোনো এক রাত্রি হয়ে আসো তুমি
অস্পষ্ট তিথির মতো
ভেজা কাঁচের ওপাশ থেকে
দেখি মেঘমাখা রুপালি চাঁদ

বর্ষার স্পর্শ ছোঁয়া সন্ধ্যা হয়ে
তুমি হেঁটে বেড়াও
মলিন চোখে অশ্রুর ভিড়
শব্দহীন স্মৃতির সঙ্গী তুমি
মিশে গেলে দূর পৃথিবীর নীড়

গোধূলির পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নিভু হাসি

কাঠপোড়া শব্দহীন স্মৃতির
বিমূর্ত তোমার পানে
দাঁড়ায়ে থাকি নিজ মনে
জলের সাঁঝে নীরব সুরে

বর্ষার স্পর্শ ছোঁয়া সন্ধ্যা হয়ে
তুমি হেঁটে বেড়াও
মলিন চোখে অশ্রুর ভিড়
শব্দহীন স্মৃতির সঙ্গী তুমি
মিশে গেলে দূর পৃথিবীর নীড়

গোধূলির পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নিভু হাসি

গোধূলির পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নিভু হাসি

গোধূলির পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নিভু হাসি

গোধূলির পথ জুড়ে তুমি
আঁধার রাতের জলছবি
নীরবে হারিয়ে যাও
দূরের নিভু হাসি



Credits
Writer(s): Tebello Khumalo
Lyrics powered by www.musixmatch.com

Link