Amar Bhitor O Bahire

আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় যাওয়া
ও তেমনি তোমার নিবিড় যাওয়া
মরমের মূল পথ ধরে

আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
দিও তোমার মালাখানি
ও দিও তোমার মালাখানি
বাউল এই মনটারে

আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর-বাহিরে, অন্তরে-অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

হৃদয় জুড়ে
হৃদয় জুড়ে



Credits
Writer(s): Rudra Mohammad Shahidullah
Lyrics powered by www.musixmatch.com

Link