Je Raate Mor Dhuargulii

যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।
সবচেয়ে হয়ে গেল কালো,
নিভে গেল দীপের আলো।
আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে,
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।
অন্ধকারে রইল পড়ে স্বপন মানি।
ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি,
সকালবেলা চেয়ে দেখি,
দাঁড়িয়ে আছো তুমি এ কি?
ঘর ভাঙা মোর শূন্যতারই বুকের পরে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে।



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link