Amra Bnedhechi Kasher Guccha

বেঁধেছি কাশের গুচ্ছ
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
বেঁধেছি কাশের গুচ্ছ

এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে
এসো নির্মল নীলপথে
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল-বনগিরিপর্বতে
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা

বেঁধেছি কাশের গুচ্ছ

ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে

গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে

হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা

বেঁধেছি কাশের গুচ্ছ
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
বেঁধেছি কাশের গুচ্ছ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link