Doshi Korbo Na

দোষী করিব না, করিব না তোমারে
আমি নিজেরে নিজে করি ছলনা
দোষী করিব না, করিব না তোমারে

মনে মনে ভাবি ভালোবাসো
মনে মনে বুঝি তুমি হাসো
মনে মনে ভাবি ভালোবাসো
মনে মনে বুঝি তুমি হাসো
জান এ আমার খেলা
এ আমার মোহের রচনা

দোষী করিব না, করিব না তোমারে

সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে
সন্ধ্যামেঘের রাগে অকারণে ছবি জাগে
সেইমতো মায়ার আভাসে মনের আকাশে
হাওয়ায় হাওয়ায় ভাসে
শূন্যে শূন্যে ছিন্নলিপি মোর
বিরহমিলনকল্পনা

দোষী করিব না, করিব না তোমারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link