Bojre Tomar Baje Bashi

বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে
সে কি সহজ গান?
বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি
সেই সুরেতে জাগব আমি
দাও, দাও মোরে সেই কান
বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি

ভুলব না
আমি ভুলব না আর সহজেতে, আমি ভুলব না
সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যুমাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ
সে কি সহজ গান?

বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি

সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে
সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে

আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লও গো মোরে
আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লও গো মোরে
অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান
সে কি সহজ গান?

বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি, বাজে
সে কি সহজ গান?
সেই সুরেতে জাগব আমি
দাও, দাও মোরে সেই কান
বজ্রে, বজ্রে তোমার বাজে বাঁশি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link