Aji Nahi Nahi Nidra Akhi Pathe

আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
তোমার ভবনতলে
হেরি প্রদীপ জ্বলে
দূরে বাহিরে তিমিরে
আমি জাগি জোড়হাতে
নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে

ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে
দ্বার খোলো হে দ্বার খোলো
দ্বার খোলো হে দ্বার খোলো
প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে
নাহি নাহি নিদ্রা আঁখিপাতে

আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link