A Ki Horos Heri Kanone

এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে

পরান আকুল, স্বপন বিকশিত
মোহমদিরাময় নয়নে

এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে

ফলে ফুলে করিছে কোলাকুলি
বনে বনে বহিছে সমীরণ
নবপল্লবে হিল্লোল তুলিয়ে
নবপল্লবে হিল্লোল তুলিয়ে
বসন্তপরশে বন শিহরে
বসন্তপরশে বন শিহরে
কী জানি কোথা পরান মন ধাইছে বসন্তসমীরণে

এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে

ফুলেতে শুয়ে জোছনা
হাসিতে হাসি মিলাইছে
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায়
মেঘ ঘুমায়ে ঘুমায়ে ভেসে যায়
ঘুমভারে অলসা বসুন্ধরা
ঘুমভারে অলসা বসুন্ধরা
দূরে পাপিয়া পিউ-পিউ রবে
ডাকিছে সঘনে

এ কী হরষ হেরি কাননে
এ কী হরষ হেরি কাননে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link