Aj Ashbe Shyam

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে
আবার বাজবে বাঁশি যমুনা তীরে
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে
আবার বাজবে বাঁশি যমুনা তীরে

আমরা কী করব, কী বেশ ধরব
আমরা কী করব, কী বেশ ধরব
কী মালা পরব, বাঁচব কি মরব সুখে
কী তারে বলব, কথা কি রবে মুখে
শুধু তার মুখপানে চেয়ে চেয়ে
দাঁড়ায়ে ভাসব নয়ন নীরে

আজ আসবে শ্যাম গোকুলে ফিরে
আবার বাজবে বাঁশি যমুনা তীরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link