Shohosha Daalpalaa

সহসা ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী
কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে
জানি না যে, জানি না যে

সহসা ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী
ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী

কোন সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে
ও চাঁপা, ও করবী
কোন সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে
ও চাঁপা, ও করবী
কার নাচনের নূপুর বাজে
জানি না যে, জানি না যে

সহসা ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী
ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী

তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে
কোন অজানার ধেয়ান তোমার মনে জাগে
ক্ষণে ক্ষণে চমক লাগে

কোন রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে
ও চাঁপা, ও করবী
কোন রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে
ও চাঁপা, ও করবী
কে সাজালে রঙিন সাজে
জানি না যে, জানি না যে

সহসা ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী
ডালপালা তোর উতলা যে
ও চাঁপা, ও করবী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link