Ke Jetachish Aaye Re Hetha

কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে
কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে
বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব
হরিণ-আঁখির অশ্রু দেব
হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়ে

কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে
কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে

অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে
অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে
নয়নের কালো আলো
নয়নের কালো আলো মরমে বরষিয়ে

কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে
কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে

হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব
হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব
মৃণালবাহু দিয়ে
মৃণালবাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব

চোখে চোখে রেখে দেব
চোখে চোখে রেখে দেব
দেব না হৃদয় শুধু, আর সকলই যা-না নিয়ে

কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে
কে যেতেছিস, আয় রে হেথা, হৃদয়খানি যা-না দিয়ে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link