Sakhi Amari Duare Keno Ashilo

সখী, আমারি দুয়ারে কেন আসিল
নিশিভোরে যোগী ভিখারি
কেন করুণস্বরে বীণা বাজিল
সখী, আমারি দুয়ারে কেন আসিল

আমি আসি যাই যতবার
চোখে পড়ে মুখ তার
তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো

সখী, আমারি দুয়ারে কেন আসিল

শ্রাবণে আঁধার দিশি, শরতে বিমল নিশি
বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন
কত ভাবে কত গীতি গাহিতেছে নিতি নিতি
কত ভাবে কত গীতি গাহিতেছে নিতি নিতি
মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো

সখী, আমারি দুয়ারে কেন আসিল
নিশিভোরে যোগী ভিখারি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link