Nayan Bashilo Jale

নয়ান ভাসিল, নয়ান ভাসিল জলে
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে
জাগিল রজনী হরষে হরষে রে
নয়ান ভাসিল, নয়ান ভাসিল জলে

তাপহরণ তৃষিতশরণ জয় তাঁর দয়া গাও রে
জাগো রে আনন্দে চিতচাতক জাগো
মৃদু মৃদু মধু মধু প্রেম বরষে বরষে রে

নয়ান ভাসিল, নয়ান ভাসিল জলে
শূন্য হিয়াতলে ঘনাইল নিবিড় সজল ঘন প্রসাদপবনে
জাগিল রজনী হরষে হরষে রে
নয়ান ভাসিল, নয়ান ভাসিল জলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link