Parbi Naki Jog Dite

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
এই খসে যাবার ভেসে যাবার
ভাঙবারই আনন্দে রে
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে

পাতিয়া কান শুনিস না রে
দিকে দিকে গগনমাঝে
পাতিয়া কান শুনিস না যে
দিকে দিকে গগনমাঝে
মরণবীণায় কী সুর বাজে
তপন-তারা-চন্দ্রে রে
জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
জ্বলবারই আনন্দে রে

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে

পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে
চায় না ফিরে পিছন-পানে
রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
চলবারই আনন্দে রে

পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে
চায় না ফিরে পিছন-পানে
রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
চলবারই আনন্দে রে

সেই আনন্দ-চরণপাতে
ছয় ঋতু যে নৃত্যে মাতে
সেই আনন্দ-চরণপাতে
ছয় ঋতু যে নৃত্যে মাতে
প্লাবন বহে যায় ধরাতে
বরন গীতে গন্ধে রে
ফেলে দেবার ছেড়ে দেবার
মরবারই আনন্দে রে

পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link