Sitalo Tobo Pado Chaya

শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা
অগাধ গভীর তোমার শান্তি
অভয় অশোক তব প্রেমমুখ
শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা

অসীম করুণা তব, নব নব তব মাধুরী
অসীম করুণা তব, নব নব তব মাধুরী
অমৃত তোমার বাণী

শীতল তব পদছায়া, তাপহরণ তব সুধা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link