Khanchar Bhitar Achin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়?
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে
কেমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়?

আট কুঠরী, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠরী, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপর আছে সদর কোঠা
উপর আছে সদর কোঠা
আয়নামহল তায়
কেমনে আসে যায়?

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়?

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরি কাঁচা বাঁশের
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরি কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে ধসে
লালন কয়, "খাঁচা খুলে
সে পাখি কোনখানে পালায়"
কেমনে আসে যায়?

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়?
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে
কেমনে আসে যায়?
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়?



Credits
Writer(s): Lalan Fakir
Lyrics powered by www.musixmatch.com

Link