Aamar Mon Jeno Aaj

আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
এই না দেখিয়া ছিলাম ভালো
না দেখিয়া ছিলাম ভালো
কেন আইসে দেখা দিল
দেখা দিয়ে চলে যায় পাগল কইরা আমারে
মন যেন আজ কেমন করে না দেখলে তারে
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে

সে কালা মোর চতুরালী
ও সে কালা মোর চতুরালী
ননী-চোরা বনমালী
রসিক নাম ধরে
সে যে বাজায় মোহন বাঁশি
সে যে বাজায় মোহন বাঁশি
রাধার স্বরে গান করে
সে যে বাজায় মোহন বাঁশি
রাধার স্বরে গান করে

মন যেন আজ কেমন করে না দেখলে তারে

শুনেছি তার মধুর বচন
ও শুনেছি তার মধুর বচন
ভঙ্গি বাঁকা দুইটি নয়ন
মন নিছে হইরে
লালন কয়, "বল সজনী"
লালন কয়, "বল সজনী
আমি নি পাবো তারে?"
লালন কয়, "বল সজনী
আমি নি পাবো তারে?"

মন যেন আজ কেমন করে না দেখলে তারে
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
এই না দেখিয়া ছিলাম ভালো
না দেখিয়া ছিলাম ভালো
কেন আইসে দেখা দিল
দেখা দিয়ে চলে যায় পাগল কইরা আমারে
মন যেন আজ কেমন করে না দেখলে তারে
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে



Credits
Writer(s): Lalan Fakir
Lyrics powered by www.musixmatch.com

Link