Guru Dohaai Tomaar

গুরু, দোহাই তোমার, মনকে আমার
নেও না সুপথে
ও গুরু, দোহাই তোমার, মনকে আমার
নেও না সুপথে
গুরু, দোহাই তোমার, মনকে আমার
নেও না সুপথে
তোমার দয়া...
তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে
গুরু, সাধবো কি মতে
নেও না সুপথে

তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
তুমি যারে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
বিবাদী তার স্ববশে রয়
বিবাদী তার স্ববশে রয়
তোমার কৃপাতে
গুরু, তোমার কৃপাতে

নেও না সুপথে

যন্তরেতে যন্ত্রী যেমন
যেমত বাজায়, বাজে তেমন
যন্তরেতে যন্ত্রী যেমন
যেমত বাজায়, বাজে তেমন
তেমনি যন্ত্র আমারই মন
তেমনি যন্ত্র আমারই মন
বোল তোমার হাতে
গুরু, বোল তোমার হাতে

নেও না সুপথে

জগাই মাধাই দোষী ছিল
তারে গুরু কৃপা হলো
জগাই মাধাই দোষী ছিল
তারে গুরু কৃপা হলো
অধীন লালন দোহাই দিলো
অধীন লালন দোহাই দিলো
সেই আশাতে
গুরু, সেই আশাতে

নেও না সুপথে
গুরু, দোহাই তোমার, মনকে আমার
নেও না সুপথে
গুরু, দোহাই তোমার, মনকে আমার
নেও না সুপথে



Credits
Writer(s): Amar Pal
Lyrics powered by www.musixmatch.com

Link