Ke Je Amay

কে যে আমার মনের মানুষ
কে বা কাছের জন
কেউতো আমার হইলো না আপন
কে যে আমার আপন হইবো
কে বা হইবো পর
সে তো আমার চিনলো না অন্তর
তারে ছাড়া কেমনে বান্ধি
বান্ধি সুখের ঘর
সে যে আমার নিলো না খবর
সে যে আমার নিলো না খবর
সে তো আমার চিনলো না অন্তর
কে যে আমার মনের মানুষ
কে বা কাছের জন
কেউতো আমার হইলো না আপন

এই বুকেতে রাখি তারে
শক্ত গেরোর গিঁঠে
দুঃখভরা রাতের পাহাড়
একলা টানি পিঠে
এই বুকেতে রাখি তারে
শক্ত গেরোর গিঁঠে
দুঃখভরা রাতের পাহাড়
একলা টানি পিঠে
তারে ছাড়া কেমনে বান্ধি
বান্ধি সুখের ঘর
সে যে আমার নিলো না খবর
সে যে আমার নিলো না খবর
কে যে আমার মনের মানুষ
কে বা কাছের জন
কেউতো আমার হইলো না আপন

নাও প্রেমেরই খেয়াঘাটে
পইড়া আছে খালি
ভালোবাসি কত তারে
কেমনে কারে বলি
নাও প্রেমেরই খেয়াঘাটে
পইড়া আছে খালি
ভালোবাসি কত তারে
কেমনে কারে বলি
তারে ছাড়া কেমনে বান্ধি
বান্ধি সুখের ঘর
সে যে আমার নিলো না খবর
সে যে আমার নিলো না খবর

কে যে আমার মনের মানুষ
কে বা কাছের জন
কেউতো আমার হইলো না আপন
কে যে আমার আপন হইবো
কে বা হইবো পর
সে তো আমার চিনলো না অন্তর



Credits
Writer(s): Hemanta Muhkopadhyay, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link