Milan Sabha Matao

মিলন সভা মাতাও আনন্দ গানে
বাঁধো আজি প্রেমডোর প্রাণে প্রাণে
মিলন সভা মাতাও আনন্দ গানে

শোভন শুভ উৎসবে
বৈরী আজি বন্ধু হবে
শোভন শুভ উৎসবে
বৈরী আজি বন্ধু হবে
চাহে চিত সর্বহিত সুখ-পানে

মিলন সভা মাতাও আনন্দ গানে
বাঁধো আজি প্রেমডোর প্রাণে প্রাণে
মিলন সভা মাতাও আনন্দ গানে

সকলে ধরি হাতে হাতে
চলো হে আগে, চলো হে সাথে
সকলে ধরি হাতে হাতে
চলো হে আগে, চলো হে সাথে
গাহো শত কন্ঠ মিলি একতানে
গাহো শত কন্ঠ মিলি একতানে

কাতরে যাচে বন্ধুজনে
যুবকজন সম্মিলনে
কাতরে যাচে বন্ধুজনে
যুবকজন সম্মিলনে
ওহে ঈশ, আশিস, করুণা-দানে

মিলন সভা মাতাও আনন্দ গানে
বাঁধো আজি প্রেমডোরে প্রাণে প্রাণে
মিলন সভা মাতাও আনন্দ গানে



Credits
Writer(s): Atul Prasad Sen
Lyrics powered by www.musixmatch.com

Link