Bhaiyer Kapaley Dilam Phonta

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে কাঁটা
যমের দুয়ারে কাঁটা, দিচ্ছি ভাইয়ের কপালে ফোঁটা
ভাই আমাকে বকুক-ঝকুক, দিকগে যতই খোঁটা
যমের দুয়ারে কাঁটা, দিচ্ছি ভাইয়ের কপালে ফোঁটা

ভাইয়ের সঙ্গে আড়ি আমার, ভাইয়ের সঙ্গে ভাব
সেলাই করি তারই মাপে রাজার কিংখাব

ফুল তুলেছি বনে, দেখে রেখেছি কনে
আমি ফুল তুলেছি বনে, দেখে রেখেছি কনে
হাত পুড়িয়ে রেঁধে রেখেছি ভাইকে দেবো বলে
কখন যে ভাই ঘরে ফিরবে, ঘুমে পড়েছি ঢলে

ভাই আমাকে বকুক-ঝকুক, দিক গে যতই খোঁটা
যমের দুয়ারে কাঁটা দিচ্ছি, ভাইয়ের কপালে ফোঁটা

শেকলগুলো ভাঙছে কোথায় ঝনঝন ঝনঝন করে
নিশান ওড়ে, রথের চাকা বনবন বনবন ঘোরে

ভাই এনেছে লক্ষ্মীর ঝাঁপি, খুলে ফেলেছে তালা
দেখো ভাই, তোমার জন্যে গেঁথে রেখেছি মালা
আমি গেঁথে রেখেছি মালা

ফুল তুলেছি বনে, দেখে রেখেছি কনে
হাত পুড়িয়ে রেঁধে রেখেছি ভাইকে দেবো বলে
কখন যে ভাই ঘরে ফিরবে, ঘুমে পড়েছি ঢলে

ভাই আমাকে নাইবা দেখুক, মারুক লাথি-ঝাঁটা
যমের দুয়ারে কাঁটা, দিচ্ছি ভাইয়ের কপালে ফোঁটা
আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে কাঁটা



Credits
Writer(s): Mrinal Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link