Ei Bhalo Ei Kharap

এই ভালো, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে

দু'জন এই মন টাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে

সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব
ভরসা দিলে

দেখো না এই অকাল শ্রাবণ
নেমেছে আজ হাজার বারণ জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো
ঢাকো চাদর আমায় কাছে এনে

রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘরে থেকেও যাযাবর
যাচ্ছি চলে

এই ভাল, এই খারাপ
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে

দু'জন এই মন টাকে
বেঁধে ফেলি সাতপাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে

সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দু'জনে খুব
ভরসা দিলে
ভরসা দিলে
ভরসা দিলে



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link