Esechhe Natun Manush

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

তাঁর বিবেক-বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদাই ঝুলে
তাঁর বিবেক-বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদাই ঝুলে

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

শ্রীবদনে মা মা বাণী পড়ি গঙ্গা-সলিলে
বলে, "ব্রহ্মময়ী, গেল মা দিন, দেখা তো নাহি দিলে"
বলে, "ব্রহ্মময়ী, গেল মা দিন, দেখা তো নাহি দিলে"

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

নাস্তিক অজ্ঞানী নরে সরল কথায় শেখালে
যে-ই কালী সে-ই কৃষ্ণ, নামে ভেদ, এক মূলে
যে-ই কালী সে-ই কৃষ্ণ, নামে ভেদ, এক মূলে

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

"Aqua" "water" "পানি" "বারি" নাম দেয় জলে
"Aqua" "water" "পানি" "বারি" নাম দেয় জলে
"আল্লাহ" "God" "ঈসা" "মুসা" "কালী" নাম ভেদ বলে
"আল্লাহ" "God" "ঈসা" "মুসা" "কালী" নাম ভেদ বলে

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

দীন, ধনী, মানী, জ্ঞানী বিচার নাই জাতি-কুলে
আপনহারা পাগলপারা সরলে নেহারিলে
আপনহারা পাগলপারা সরলে নেহারিলে

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে

দু'বাহু তুলিয়া ডাকে, "আয় রে, তোরা আয় চলে"
দু'বাহু তুলিয়ে ডাকে, "আয় রে, তোরা আয় চলে"
তোদের তরে কৃপা করে বসে আছি বিরলে
যতন করে পারের তরী বেঁধেছি ভবের কূলে
আমি যতন করে পারের তরী বেঁধেছি ভবের কূলে

এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে
এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে



Credits
Writer(s): Ramkumar Chatterjee, Charu Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link