Ke Jane Re Ke Jane

কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা
কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা

কান পেতে সব শোনো বলি
কোথায় থাকে সেই অজানা

কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা
কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা

খুঁজতে গেলে জ্ঞান বিচারে
সেই অচেনায় পাবি তারে
খুঁজতে গেলে জ্ঞান বিচারে
সেই অচেনায় পাবে তারে

কখন যে কার অন্তঃপুরে
আনাগোনা যায় না জানা
কখন যে কার অন্তঃপুরে
আনাগোনা যায় না জানা
কখন যে কার অন্তঃপুরে
আনাগোনা যায় না জানা
আনাগোনা যায় না জানা

কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা

জমির মালিক হেরে যেমন
জমিদারির সকলখানে
তবু একটি মহল থাকে তাহার
বিশেষ করে যায় সেখানে

ভগবানও তেমনি করে
ফেরে, ফেরে সবার অন্তঃপুরে
ভগবানও তেমনি করে
ফেরে সবার অন্তঃপুরে
ভগবানও তেমনি করে
ফেরে সবার অন্তঃপুরে

তবু রয় বেশি সে ভক্তপ্রাণে
সেথায় যে তাঁর বৈঠকখানা
রয় বেশি সে ভক্তপ্রাণে
সেথায় যে তাঁর বৈঠকখানা

কে জানে রে কে জানে বল
ভগবানের কোন ঠিকানা



Credits
Writer(s): Ramkumar Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link