Je Jon Kathar Chhale Shuniyechhilo

যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
আমার পরানপাখি শোনাবে আজ তারই দুয়েকখানি
সে যে রামকৃষ্ণের বাণী, রামকৃষ্ণের বাণী
যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
যে জন কথার ছলে শুনিয়েছিল-

ঈসা, মুসা, God, আল্লাহ, কালী
ঈসা, মুসা, God, আল্লাহ, কালী
সে যে শত নামের একটি প্রেমডালি
যেমন জলকে বলে aqua, বারি, water আর পানি
যেমন জলকে বলে aqua, বারি, water আর পানি

যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
আমার পরানপাখি শোনাবে আজ তারই দুয়েকখানি
এ যে রামকৃষ্ণের বাণী, রামকৃষ্ণের বাণী
যে জন কথার ছলে শুনিয়েছিল-

জলে ডুবে গেলে যেমন আকুল করে প্রাণ
জলে ডুবে গেলে যেমন আকুল করে প্রাণ
তেমনি ব্যাকুল হয়ে ডাকলে দেখা দেন যে ভগবান
ব্যাকুল হয়ে ডাকলে দেখা দেন যে ভগবান

হংস-সম থাকে যে জন
হংস-সম থাকে যে জন, তারে পরমহংস বলে রে মন
হংসসম থাকে যে জন, পরমহংস বলে রে মন
জলে-দুধে মিশে গেলে-
জলে-দুধে মিশে গেলে সে দুধটুকু লয় টানি
এ যে রামকৃষ্ণের বাণী, রামকৃষ্ণের বাণী

যে জন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী
আমার পরানপাখি শোনাবে আজ তারই দুয়েকখানি
সে যে রামকৃষ্ণের বাণী, রামকৃষ্ণের বাণী
যে জন কথার ছলে শুনিয়েছিল-



Credits
Writer(s): Ramkumar Chatterjee, Jugol Das
Lyrics powered by www.musixmatch.com

Link